নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ৩০ জুলাই, ২০১৯

তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে নবীনবরণ

‘ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেকেই হয়, আলোকিত মানুষ হয় কজন’

ঢাকার নবাবগঞ্জ উপজেলা তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিকারীপাড়ায় অবস্থিত কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে মঙ্গলবার একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন চৌধুরী বাবর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘তোমরা স্কুল জীবন পেরিয়ে কলেজ জীবনে এসেছ। এখান থেকেই তোমাকে বেছে নিতে হবে-তুমি কি হবে, কি হতে চাও? ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেকেই হয়, আলোকিত মানুষ হয় কজন। তাই তোমাদের আজ থেকেই প্রতিজ্ঞা করতে হবে, বড় হওয়ার স্বপ্নটাকে বুকে ধারণ করে সমাজে একজন আলোকিত মানুষ হবো। তাহলেই তোমাদের জীবন হবে সার্থক ও উজ্জ্বল।’

প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান, ব্যবসায়ী ও সমাজ সেবক এম.এ বারী বাবুল মোল্লা, দাতা সদস্য মিরাজুল হোসেন চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য মো. নজরুল ইসলাম, কামরুজ্জামান সবুজ, আইয়ুব মোল্লা প্রমুখ।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নবীণবরণ,তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close