নিজস্ব প্রতিবেদক

  ২৯ জুলাই, ২০১৯

লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ

মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান

রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।

সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ আকমল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক ডীন অধ্যাপক লুৎফুর রহমান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী।

অনুষ্ঠানে এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, প্রতিষ্ঠানের অভ্যন্তরিণ পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের হাতে ১৪০টি বই তুলে দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুরস্কার প্রদান,সাংস্কৃতিক প্রতিযোগিতা,লালমাটিয়া,আনিসুল হক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close