মহানগর (সিলেট) প্রতিনিধি

  ১১ জুলাই, ২০১৯

সিলেট নার্সিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফাইল ছবি

চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় তারা মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করে।

তাদের দাবিগুলো হলো—চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সকে স্বতন্ত্র হিসেবে রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকা করা এবং বৃত্তি ২ হাজার থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা এবং সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃষ্টি করে নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।

সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ হওয়ার পরই ক্লাসে ফিরে যাবো।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিক্ষোভ,সিলেট নার্সিং কলেজ,প্রতিবাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close