রাজশাহী ব্যুরো

  ২৬ জুন, ২০১৯

রুয়েটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র‌্যালি

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উদ্যোগে এক র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি ক্যাম্পাস এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রুয়েটে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপন কমিটির সভাপতি এবং পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ শামসুল আলম। উপস্থিত ছিলেন রুয়েটের রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইকবাল মতিন, পরিচালক গবেষণা ও সম্প্রসারণ প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ আবু সাঈদ, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মোঃ আলী হোসেন, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার ঘোষ, কর্মচারী সমিতি সভাপতি মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রুয়েট,মাদকদ্রব্যের অপব্যবহার,মাদক পাচার,র‌্যালি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close