জাবি প্রতিনিধি

  ১৬ জুন, ২০১৯

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে জাবিতে মানববন্ধন

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘প্রশ্নপত্র ফাঁসের’ প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় সংগঠনটির জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্ জামান বলেন, ‘গত ২৪ ও ৩১ মে অনুষ্ঠিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক আকারে প্রশ্নফাঁসের খবর আমরা জানতে পারি। এছাড়া প্রশ্নফাঁসের অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ৪৫ জনকে আটক করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে দীর্ঘ ২৩ দিন অতিবাহিত হওয়ার পরেও কতৃপক্ষকে কোনও ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।’

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ,বাতিল,মানববন্ধন,জাবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close