জাবি প্রতিনিধি

  ২৫ মার্চ, ২০১৯

পাঁচবিবির স্কুলশিক্ষার্থী হত্যার বিচার দাবি জাবিতে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল গ্রামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমানকে (১০) হত্যার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাবি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র অধ্যাপক ফজলুর রহমান পাটোয়ারী।

এ সময় নিহত আব্দুর রহমানের ভাই ও বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ৪১ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল মুমিন বলেন, আমাদের সাথে কারো কোনও ধরনের শত্রুতা ছিলো না। তারপরও আমার নিষ্পাপ ভাইটিকে নৃশংসভাবে হত্যা করা হলো। আজকে হত্যাকাণ্ডের ১০ দিন পার হলেও আমরা জানতে পারিনি কিভাবে আমার ভাইটিকে মেরে ফেলা হলো। আমি চাই পুলিশ প্রশাসন অতিদ্রুত এ হত্যাকাণ্ডের সুষ্টু তদন্ত সাপেক্ষে অপরাধীর শাস্তি নিশ্চিত করুক।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাঁচবিবি,স্কুলশিক্ষার্থী,বিচার দাবি,জাবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close