চবি প্রতিনিধি

  ২১ মার্চ, ২০১৯

চাকসু নির্বাচন : নীতিমালা পর্যালোচনা কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আয়োজনে নীতিমালা পর্যালোচনায় ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি ও প্রক্টরিয়াল বডির এক সভায় এ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলমকে আহবায়ক ও ডেপুটি রেজিস্ট্রার (নির্বাচন ও বিধিবিধান) মোহাম্মদ ইউসুফকে সদস্য সচিব করে গঠিত কমিটির অপর ৩ সদস্য হলেন, আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ ও সহকারী প্রক্টর লিটন মিত্র।

এ বিষয়ে চবি উপাচার্য বলেন, চাকসু নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। গঠিত এ কমিটি চাকসু নির্বাচনে নীতিমালা আধুনিকায়ন ও যুগোপযোগী করতে কাজ করবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাকসু,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,চাকসু নির্বাচন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close