reporterঅনলাইন ডেস্ক
  ১১ মার্চ, ২০১৯

ডাকসুর ভোটগ্রহণ চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদে নিজেদের প্রতিনিধি নির্বাচনে দীর্ঘ ২৮ বছর পর ভোট দিচ্ছে ৪৩ হাজার শিক্ষার্থী। সোমবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের কেন্দ্রে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বেলা ২টা পর্যন্ত।

অনেক প্রতীক্ষার এই নির্বাচনে ভোট দিতে বিভিন্ন হল কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের লাইনে দাঁড়াতে দেখা গেছে সকাল ৭টা থেকেই। এর মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হল এবং এসএম হলে সকাল ৭টার সময়ই কয়েকশ শিক্ষার্থীর দীর্ঘ লাইন দেখা যায়। ছাত্রলীগের নেতাকর্মীদের হলে হলে গিয়ে ভোটার-শিক্ষার্থীদের ভোট দিতে ডাকতে দেখা যায়।

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, দুপুর ২টার মধ্যে হল চত্বরে চলে আসা শিক্ষার্থীদের ভোট প্রয়োজনে ২টার পরও নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য নির্বাচনগুলোর মতো এ নির্বাচনও সুষ্ঠু হবে এবং বিতর্কহীন থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পি​ডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডাকসু,ভোটগ্রহণ,ঢাকা বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close