জাবি প্রতিনিধি

  ০৭ মার্চ, ২০১৯

ঐতিহাসিক ৭ মার্চ

জাবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে শাখা ছাত্রলীগের প্রায় দুই শত নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির একটি গৌরবোজ্জ্বল অধ্যয়। এই ভাষণ শুনে এ দেশের মানুষ অধিকার আদায়ের চূড়ান্ত সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিল। তাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু ও তার ৭ই মার্চের ভাষণ চির অমর হয়ে থাকবে। বঙ্গবন্ধু আমাদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন।’

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে একটি মিছিল শুরু হয়ে কয়েকটি সড়ক ও ভবন প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ছাত্রলীগ,শ্রদ্ধাঞ্জলি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close