reporterঅনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

এইচএসসি পরীক্ষা শুরু ১ এপ্রিল

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১ এপ্রিল। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি রোববার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। প্রতি বছরের মতো এবারও প্রথমে বহুনির্বচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরপরীক্ষা শুরুর ৩০ মি‌নিট আগে পরীক্ষার্থী‌দের পরীক্ষার হ‌লে গি‌য়ে নিজেদের আসনে বসতে হবে।

সকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এবং বিকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এইচএসসি পরীক্ষা,শুরু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close