নওগাঁ প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০১৯

নওগাঁ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের উদ্বোধন

নওগাঁ মেডিকেল কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সিভিল সার্জন চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন— জেলা পরিষদের প্রশাসক অ্যাড. ফজলে রাব্বী বকু, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা, সিভিল সার্জন ডা. মুমিনুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, সাবেক সাংসদ ওহিদুর রহমান, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পৌর মেয়র নাজমুল হক সনি, আ.লীগ নেতা নিমর্ল কৃষ্ণ, ডা. রতন কুমার সিংহ প্রমুখ।

এসময় মেডিকেল কলেজ ও নওগাঁ সদর হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, অভিভাবক, শিক্ষার্থীসহ সুধিজনরা উপস্থিত ছিলেন।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে মোট ৫০ জন শিক্ষার্থী এমবিবিএস পড়ার সুযোগ পাচ্ছে। যেহেতু মেডিকেল কলেজের কোনো ভবন নাই। আপাতত নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় পাঠদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আবাসিকের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ আগষ্ট স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে নওগাঁসহ চারটি মেডিকেল কলেজের নাম ঘোষণা করেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নওগাঁ,মেডিকেল কলেজ,প্রথম ব্যাচ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close