চট্টগ্রাম ব্যুরো

  ২৪ ডিসেম্বর, ২০১৮

চট্টগ্রামে জেএসসি-পিইসিতে বেড়েছে পাসের হার

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৮১ দশমিক ৫২ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে শুন্য দশমিক ৩৫। পাশের হার সামান্য বাড়লেও জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রামে পাসের হার ৯৭ দশমিক ৯৮ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার বেড়েছে প্রায় ১ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৮৭ শতাংশ। পাসের হার বেড়েছে ৫ দশমিক ৫৮ শতাংশ।

এদিকে সোমবার বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের জেএসসির ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৮৯টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এই শিক্ষাবোর্ডের অধীনে ২২৪টি কেন্দ্রে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ১ হাজার ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্রী ১ লাখ ১৪ হাজার ২৮৪ এবং ছাত্র ৯১ হাজার ১৩। পাস করেছে ১ লাখ ৬৫ হাজার ৩৮ শিক্ষার্থী। এবার ছাত্র পাসের হার ৮২ দশমিক ২৭ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮০ দশমিক ৯২ শতাংশ।

পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩১ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ২ হাজার ৩০ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ হাজার ২০১ জন। গতবছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল ১০ হাজার ৩১৫। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৭ দশমিক ১৯ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৭৮ দশমিক ৩৯ শতাংশ। এছাড়া বান্দরবান জেলায় পাসের হার ৮০ দশমিক ০৩, কক্সবাজারে ৮৫ দশমিক ৮৩, খাগড়াছড়িতে ৭৬ দশমিক ৭৫ এবং রাঙামাটিতে ৭৯ দশমিক ৭৪ শতাংশ।

একইসঙ্গে সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পিইসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিরুল কায়ছার। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এ বছর ১ লাখ ৬৪ হাজার ৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ২৬ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৮ হাজার ১৭৪ জন।

এবার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অশ নেয় ২৩ হাজার ৮১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২২ হাজার ৮৩০ জন। পিইসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৮৪ জন শিক্ষার্থী। অন্যদিকে ইবতেদায়ীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯৯৯ জন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,জেএসসি,পিইসি,পাসের হার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close