রাজশাহী ব্যুরো

  ২৪ ডিসেম্বর, ২০১৮

রাজশাহীতে জেএসসিতে পাস ৯৪.৫৭%

রাজশাহী শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ। সোমবার দুপুর সাড়ে ১২টায় শিক্ষাবোর্ডের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবার মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৩ হাজার ২২১ জন। মোট পাস করেছে ২ লাখ ৩৩ হাজার ৫৬৯ জন।

মোট জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৭৩ জন ছাত্র ও ৭ হাজার ৭৭৫ জন ছাত্রী। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮ জন। ১০০ শতাংশ পাসকৃত স্কুলের সংখ্যা ৯১২ জন। ২ হাজার ৯৮২টি স্কুলের ছাত্রছাত্রীর পরীক্ষা ২৫৩টি কেন্দ্রের মাধ্যমে গ্রহণ করা হয়। গত বছরের তুলনায় পাসের হার কমেছে। গত বছর রাজশাহী শিক্ষাবোর্ডের পাসের হার ছিল ৯৫.৫৪ শতাংশ এবং এ বছর পাসের হার ৯৪.৫৭ শতাংশ।

সংবাদ সম্মেলনে রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর তরুণ কুমার ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. আনোয়ারুল হক বক্তব্য রাখেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেএসসি,রাজশাহী,রাজশাহী শিক্ষাবোর্ড,পাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close