গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৮

গ্লোবাল অ্যাটায়ারের মাসব্যাপী মেডিকেল ক্যাম্পেইন

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাটায়ার লিমিটেড মাসব্যাপী মেডিকেল ক্যাম্পেইন প্রোগ্রাম শুরু করেছে। গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইফ লাইফ’ এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডিসেম্বর মাসব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের আওতায় প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের স্বল্পমূল্যে ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, যক্ষা, এইডস, সিফিলিস, হেপাটাইটিস শনাক্তকরণ ও টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক ডা. শাকিল মাহমুদ, ড. ফুয়াদ হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক শাহ আলম, গ্লোবাল অ্যাটায়ার এর জিএম কাউকাব উদ্দীন আহমেদ, মানব সম্পদ ম্যানেজার এমএ করিম রানাসহ প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণ বিশ্ববিদ্যালয়,বিজয় দিবস,গ্লোবাল অ্যাটায়ার,মেডিকেল ক্যাম্পেইন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close