চট্টগ্রাম ব্যুরো

  ১০ ডিসেম্বর, ২০১৮

‘মাইজভান্ডারী ত্বরিকার মূল নির্যাস মানবকল্যাণ’

মাইজভান্ডারী ত্বরিকার মূল নির্যাস মানবকল্যাণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গোল চত্বরে (জিরো পয়েন্ট) শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট এর উদ্যোগে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি, ফতেপুর শাখার ব্যবস্থাপনায় এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘মাইজভান্ডারী ত্বরিকার মূল নির্যাস হচ্ছে মানবকল্যাণ। বাংলাদেশের একমাত্র ত্বরিকা মাইজভান্ডারী ত্বরিকা। দেশ-বিদেশে মাইজভান্ডার ত্বরিকার অনেক ভক্তরয়েছে। অসাম্প্রদায়িক-মানবিক সমাজ বিনির্মাণে যুগে যুগে মাইজভান্ডারী ত্বরিকা কাজ করে যাচ্ছেন।’

চবি ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মীর সাইফুদ্দীন খালেদ চৌধুরী, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি ফতেহপুর শাখার সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাইজভান্ডারী,ত্বরিকা,চবি উপাচার্য
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close