বাকৃবি প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০১৮

বাকৃবিতে ময়মনসিংহ মুক্ত দিবস পালিত

জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় র‌্যালির মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পালিত হয়েছে ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বৃহত্তর ময়মনসিংহ শহর পাক হানাদার মুক্ত হয়। সোমবার মুক্ত দিবস উপলক্ষে বাকৃবিতে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে এ বিজয় উৎসব পালিত হয়।

সকাল ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ‘মরণ সাগরে’ গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি অধ্যাপক ড. আলী আকবর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো জসিমউদ্দিন খান।

এসময় আরও পুষ্পস্তবক অর্পণ করেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ড, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাকৃবি,ময়মনসিংহ,মুক্ত দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close