চট্টগ্রাম ব্যুরো

  ০৪ ডিসেম্বর, ২০১৮

চবির খালেদা জিয়া হলের নামফলক সরালো ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের’ নামফলক সরিয়েছে চবি ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-গ্রন্থনা সম্পাদক মিজানুর রহমান বিপুলের নেতৃত্বে কর্মীরা এই নামফলক সরিয়ে ফেলে। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা হলটিকে মুক্তিযোদ্ধা বীরপ্রতীক তারামন বিবির নামে নামকরণ করার দাবি জানায়।

এ বিষয়ে মিজানুর রহমান বিপুল বলেন, খালেদা জিয়া একজন দুর্নীতিবাজ। যার সরকার বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানে তিনি এতিমদের অর্থ আত্মসাতের মামলায় কারাগারে রয়েছেন।

খালেদা জিয়াকে জঙ্গিমাতা ও অশিক্ষিত উল্লেখ করে তিনি বলেন, তার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে হল থাকতে পারে না। আমরা ছাত্রসমাজ বিষয়টি মেনে নিতে না পেরে তার নামফলক সরিয়ে ফেলেছি। প্রশাসনের কাছে ওই হলকে বীরপ্রতীক তারামন বিবির নামে নামকরণ করার দাবি জানিয়েছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, খালেদা জিয়ার নামফলক সরিয়ে ফেলার বিষয়টি আমরা জানতে পেরেছি। আমরা বিষয়টি দেখছি।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চবি,খালেদা জিয়া হল,পরিবর্তন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close