জাবি প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০১৮

‘বিএনপি দেশের মানুষকে চায় না, ক্ষমতা চায়’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ ও নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশের আয়োজন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘আমরা সবাই শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি। আওয়ামী লীগ সরকারতো আবার ক্ষমতায় আসবে। সব শেখ হাসিনা দেখে রাখবে। কিন্তু এবারের নির্বাচন এত সহজ হবেনা। এবার কিন্তু বিএনপিও নির্বাচনে আসবে। আর আমাদেরকে কিন্তু সেভাবে চিন্তা করে কাজ করতে হবে।’

শোভন আরও বলেন, ‘প্রত্যেকদিন আমাদের একঘণ্টা অনলাইনে সময় দিতে হবে। আপনারা ৪-৫টা পোস্ট করবেন সরকারের উন্নয়ন নিয়ে আর ৪-৫টা পোস্ট করবেন বিএনপি’র অপরাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, ধর্মান্ধের রাজনীতি, মৌলবাদের রাজনীতি, মুক্তিযুদ্ধের বিপক্ষের পাকিস্তানি ভাবধারার রাজনীতি নিয়ে। বিএনপি আসলে যে বাংলাদেশ পিছিয়ে যায়। বাংলাদেশ রাষ্ট্র একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়। তারা বাংলাদেশের মানুষকে চায় না, তারা বাংলাদেশের ক্ষমতা চায়। তারা বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন চায় না। এই জিনিসগুলো আপনাদেরকে মানুষের কাছে প্রচার করতে হবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় ছাত্র সমাবেশ ও নির্বাচনী কর্মী সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,দেশ,মানুষ,ক্ষমতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close