ঢাবি প্রতিনিধি

  ০২ ডিসেম্বর, ২০১৮

সম্পাদক আবদুস সালাম

স্মারক বৃত্তি পেলেন ঢাবির ৫ শিক্ষার্থী

প্রথম নারী ফটো সাংবাদিক সাইদা খানমকে আজীবন সম্মাননা

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিএসএস সম্মান পরীক্ষায় ভাল ফল করায় ৫ শিক্ষার্থী লাভ করেছেন ‘সম্পাদক আবদুস সালাম স্মারক ট্রাস্ট ফান্ড’ বৃত্তি।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

এ ছাড়াও সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় বাংলাদেশের প্রথম নারী ফটো সাংবাদিক সাইদা খানমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীনের সভাপতিত্বে ও বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েন। অনুষ্ঠানে ‘ক্রাম্বলিং ক্রেডিবিলিটি অব আওয়ার মিডিয়া: হাউ টু রিসোল্ভ?’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক কাজী আব্দুল মান্নান। সাইদা খানমের জীবনালেখ্য পাঠ করেন সহকারী অধ্যাপক শবনম আযীম।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অনেক প্রতিকূলতা মোকাবেলা করে সাইদা খানমকে তার পেশাদারিত্ব রক্ষা করতে হয়েছে। পেশাগত জীবনে বর্তমান প্রজন্মকে গুণী সাংবাদিকদের আদর্শ অনুসরণ করতে হবে।

সম্পাদক আবদুস সালাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মনির উদ্দিন, দীপক চন্দ্র রায়, মো. রায়হান কবির, মো. মাহবুবুর রহমান ও মো. চুন্নু খান।

পিডিএনও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি,বৃত্তি,সাইদা খানম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close