জাবি প্রতিনিধি

  ১৭ নভেম্বর, ২০১৮

বেরোবিতে সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচার চায় জাবিসাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) যুগান্তর প্রতিনিধি রাব্বি হাসান সবুজের ওপর হামলাকারীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

শনিবার সংগঠনটির সভাপতি নুর আলম হিমেল ও সাধারণ সম্পাদক নিলয় মামুন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে তারা বলেন,‘আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি- শুক্রবার রাতে সহপাঠিসহ সাংবাদিক রাব্বি হাসান সবুজ বিজয় সরনীতে অবস্থান করছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেখানে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও আশালীন মন্তব্য করতে থাকে। তারা এর প্রতিবাদ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা রাব্বি হাসানকে মারধর করে। এতে রাব্বি হাসান গুরুতর আহত হয়। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি উদ্বিগ্ন। সাংবাদিক মারধর অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক। ভবিষ্যতে কেউ যেন সংবাদকর্মীদের ওপর এরূপ হামলা না করতে পারে সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাচ্ছি।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেরোবি,সাংবাদিক,হামলা,বিচার,জাবিসাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close