ঢাবি প্রতিনিধি

  ১৫ নভেম্বর, ২০১৮

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের বাণিজ্য ইউনিটের পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা মোট ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ইডেন মহিলা কলেজ।

এবছর বাণিজ্য ইউনিটে ৫ হাজার ২শ ১০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২২,৬৭১ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি,৭ কলেজ,ভর্তি পরীক্ষা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close