গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ১০ নভেম্বর, ২০১৮

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সমাবেশ শুরু ১৫ নভেম্বর

চতুর্থ ‘আন্তর্জাতিক স্বাস্থ্য সমাবেশ’-২০১৮ উপলক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় গণ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. লায়লা পারভিন বানু, রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, পিএইচএ-৪ এর জাতীয় সমন্বয়কারী ও ‘জনগণের স্বাস্থ্য আন্দোলন বাংলাদেশ’ এর সভাপতি জাকির হোসেন, আন্তর্জাতিক পিএইচএ কমিটির সদস্য ডা. অনিক, গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক মঞ্জুর কাদেরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে জনগণের স্বাস্থ্য আন্দোলন ও চতুর্থ ‘আন্তর্জাতিক জনগণের স্বাস্থ্য সমাবেশ’-২০১৮ এর সংক্ষিপ্ত বিবরণী, লক্ষ্য, উদ্দেশ্য, প্রেক্ষাপট, মূল বিষয় নির্ধারণ, অংশগ্রহণকারী, কর্মসূচি এবং উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে উপস্থিত বক্তারা সাংবাদিকদের অবহিত করেন।

প্রসঙ্গত, আগামি ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ আন্তর্জাতিক ‘জনগণের স্বাস্থ্য সমাবেশ’-২০১৮ অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের প্রায় ৮০ টি দেশ থেকে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসকসহ প্রায় ৮০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণ বিশ্ববিদ্যালয়,আন্তর্জাতিক স্বাস্থ্য সমাবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close