বেরোবি প্রতিনিধি

  ০৭ নভেম্বর, ২০১৮

বেরোবিতে ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর নারী শিক্ষার্থীদের তৃতীয় ব্যাচের দুই দিনব্যাপী ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর আয়োজনে ব্র্যাক লার্নিং সেন্টার রংপুরে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস প্রতিষ্ঠানটি বেরোবি’র নারী শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে যে সকল চেষ্টা করে যাচ্ছে তা থেকে অংশগ্রহণকারী সকলে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবেন এবং নিজেকে ভবিষৎ সময়ের জন্য প্রস্তুত করবেন।

কর্মশালার পরিচালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর উদ্যোক্তা পারভিন এস হুদা, সহ-প্রশিক্ষক মোহসিনা আশরাফ, গবেষণা সহযোগী জিয়া উদ্দিন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাকিব আলম।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেরোবি,ব্যবসায়িক,পরিকল্পনা,কর্মশালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close