ঢাবি প্রতিনিধি

  ০৬ নভেম্বর, ২০১৮

ঢাবি উপাচার্যের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহামেদ আল মেহেইরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেছেন। মঙ্গলবার রাষ্ট্রদূত উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সার্বিক উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা চান। রাষ্ট্রদূত এ বিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

পিডিইএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি,উপাচার্য,আরব আমিরাত,রাষ্ট্রদূত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close