জাবি প্রতিনিধি

  ৩১ অক্টোবর, ২০১৮

জাবি ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগে ভর্তিচ্ছু এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত নাসিম ঐশ্বর্য আহমেদ জাবির চারুকলা বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। বুধবার ভুক্তভোগী ছাত্রী অভিযুক্তের শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন, তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি-১’ ইউনিটের অধীন চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতির জন্য নাসিম ঐশ্বর্যের কাছে অঙ্কন শিখতেন। ২৯ অক্টোবর অঙ্কন শিখতে ক্যাম্পাসে গেলে নাসিম তাকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের দ্বিতীয় তলায় নিয়ে যান। এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষার্থী একাধিকবার ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর অঙ্গ স্পর্শ করেন। এছাড়াও ওই ছাত্রীকে নাসিম তার স্পর্শকাতর অঙ্গের ছবি আঁকতে বলেন। এরপর ওই ছাত্রী ঘটনাস্থল ত্যাগ করেন।

নাসিম ঐশ্বর্য আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই সময়ে (ঘটনার সময়ে) আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। পরবর্তীতে আমি যখন বুঝতে পারি কাজটি ঠিক হয়নি তখন আমি নিজেকে গুটিয়ে নিই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। পরে আমি অভিযোগকারী শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়েছি।’

এ বিষয়ে প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভর্তিচ্ছুদের পড়ানোর কোনো নিয়ম নেই। যারা এ নিয়ম ভঙ্গ করছে তাদের বিরুদ্ধেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ছাত্র,যৌন হয়রানি,অভিযোগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close