নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ৩০ অক্টোবর, ২০১৮

‘বঙ্গবন্ধু সৎ ও প্রজ্ঞাবান মানুষ ছিলেন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন। তিনি ছিলেন আদর্শবান সৎ চরিত্রের মানুষ। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বঙ্গবন্ধু ছিলেন মানব চেতনায় বিশ্বাসী।

মঙ্গলবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া টি কে এম উচ্চ বিদ্যালয়ের ৮৬তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম ইমামুল হক, ধরিত্রী বাংলাদেশ’র সম্পাদক ড. হারুন-অর-রশিদ, আ. লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য দেওয়ান আওলাদ হোসেন, ইউপি চেয়াম্যান আলীমুর রহমান খান পিয়ারা, প্রধান শিক্ষক সামচুল আলম প্রমুখ।

আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু,সৎ,প্রজ্ঞাবান,মানুষ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close