ইবি প্রতিনিধি

  ৩০ অক্টোবর, ২০১৮

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ : ইবি শিক্ষার্থীর ভর্তি বাতিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ভর্তির দায়ে এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জালিয়াতকারী ওই শিক্ষার্থীর নাম আনোয়ার হোসেন। সে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ তার ভর্তি বালিতের বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, কুষ্টিয়া জেলা সদরের খাজানগর গ্রামের বাবুর আলীর ছেলে আনোয়ার হোসেন। সে তার নানা মৃত ইছা হক দেওয়ানের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগে ভর্তি হয়। পরে তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ পেয়ে ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তার ভর্তি বাতিল করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘আনোয়ার মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযোগটি প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভুয়া,মুক্তিযোদ্ধা,সনদ,ইবি শিক্ষার্থী,ভর্তি বাতিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close