নোবিপ্রবি প্রতিনিধি

  ২৭ অক্টোবর, ২০১৮

নোবিপ্রবিতে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় দিনের ‘সি’ ও ‘ডি’ গ্রুপের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

নোবিপ্রবি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে মোট ১২টি কেন্দ্রে একযোগে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে বেলা ১২ টা এবং বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ‘সি’ ইউনিটের পরীক্ষায় ৯০ আসনের বিপরীতে ৬ হাজার ৭৬ জন পরীক্ষার্থী আবেদন করে। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ৬৭ জন। আর ‘ডি’ গ্রুপের অধীন ৩৬৩ আসনের বিপরীতে আবেদন করে মোট ১২ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী। এতে প্রতি আসনের জন্য লড়াই করে ৩৫ জন। আজকের অনুষ্ঠিতব্য উভয় গ্রুপের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর উপস্থিতি ছিলো শতকরা ৭৫ ভাগ।

ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতিটি কেন্দ্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্যে সেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। এতে কাজ করছে বিএনসিসি এবং রোভার স্কাউটের বিশ্ববিদ্যালয় শাখা, সেচ্ছাসেবী সংগঠন ও ছাত্রসংগঠনসমূহ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোবিপ্রবি,ভর্তি,পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close