ইবি প্রতিনিধি

  ২৭ অক্টোবর, ২০১৮

ইবিতে ‘ইফেকটিভনেস অব ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইফেকটিভনেস অব ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এ কে এম আব্দুস সোবাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়া কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সাভার বিপিএটিসি এর রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ড. মিজানুর রহমান।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান বলেন, ‘বাংলাদেশ আজ অন্ধকার যুগ থেকে আলোর যুগে প্রবেশ করেছে। সেই আলোয় আমাদের সকলকে আলোকিত হতে হবে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে হেটে যাচ্ছে। আর এই ধারাকে অব্যহত রাখতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং নিজেদেরকে বিশ্ববিদ্যালয় তথা দেশের উপযোগী দক্ষ মানবশক্তিতে গড়ে তুলতে হবে।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবি,ইফেকটিভনেস অব ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট,কর্মশালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close