শাবিপ্রবি প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০১৮

শাবিপ্রবিতে একটি আসনের জন্য পরীক্ষা দিল ৪৫ জন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ৮টিসহ সিলেট নগরীর মোট ৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা সম্পন্ন হয়।

এছাড়া ভর্তি পরীক্ষায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি দুটি মোবাইল কোর্টও কাজ করে। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্রের হল পরিদর্শন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

১৭০৩টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ৭৬১৭৯ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। ‘এ’ ইউনিটে পৃথকভাবে ২৮৮৪৯ জন, ‘বি-১’ ইউনিটে ৪৩৯৪০ জন এবং ‘বি-২’ ইউনিটে ৩৩৯০ জন আবেদন করেন।

ভর্তি পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতি সন্তোষজনক ছিলো বলে জানান তিনি।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাবিপ্রবি,ভর্তি,পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close