জাবি প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০১৮

জাবিতে ছাত্রলীগের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

‘আমাদের বিশ্ববিদ্যালয়, আমরাই পরিচ্ছন্ন রাখবো’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে উপ-উপাচার্য (শিক্ষা) মো. নুরুল আলম কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, এটা একটি মহতী উদ্যোগ। ছাত্রলীগের এরকম উদ্যোগ চলমান থাকবে আমরা এই আশাবাদ ব্যক্ত করি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রক্টর সিকদার মো. জুলকারনাইন, অধ্যাপক মো. আব্দুল্লাহ হেল কাফী, শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা।

উদ্বোধন শেষে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা পরিস্কার করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্থ সোসাইটি পৃথকভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ছাত্রলীগ,পরিস্কার,অভিযান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close