চবি প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০১৮

চবিতে আইসিআরসির সেমিনার

আন্তর্জাতিক রেডক্রস কমিটি (ICRC) ও চবি আইন অনুষদের যৌথ উদ্যোগে ‘Role of International Humanitarian Law to Overcome Humanitarian Crisis’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চবি আইন অনুষদ মিলনায়তনে আইন অনুষদের ডিন এ. বি. এম আবু নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্হাপন করেন আইন অনুষদের অধ্যাপক প্রফেসর মো. জাকির হোসাইন।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন আইসিআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন ড. আবদুল লতিফ বাকি ও আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ড. খিজির হায়াত খান।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, বিশ্বের আইন প্রণেতারাই আইন ভঙ্গকারী। মানবতার কথা বলে শক্তিধর দেশগুলো দুর্বলদের ওপর শোষণ ও নিপীড়ন চালায়। নেলসন ম্যান্ডেলা, আইনস্টাইন, চন্ডীদাস, রবীন্দ্রনাথ, নজরুল প্রত্যেকেই মানবিক এবং মানবতাবাদী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধুর জীবনীতেই মানবতাবাদের মহান শিক্ষা পাওয়া যায়।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চবি,আইসিআরসি,সেমিনার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close