বশেমুরবিপ্রবি প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৮

বশেমুরবিপ্রবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে বুধবার দুপুর ১টায় শোভাযাত্রা ও দিনব্যাপী মানসিক স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এম এ সাত্তার, মানবিক অনুষদের ডিন আশিকুজ্জামান ভূঁইয়া, উপ-রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী, জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মুহাম্মদ রবিউল্লাহ, প্রভাষক নুসরাত শারমিন ও মাসুমা পারভীন।

শোভাযাত্রায় মনোবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বশেমুরবিপ্রবি,মানসিক,স্বাস্থ্য,দিবস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close