চট্টগ্রাম ব্যুরো

  ১০ অক্টোবর, ২০১৮

‘মানসিক প্রশান্তি পড়ালেখার পূর্ব শর্ত’

মানসিক প্রশান্তি পড়ালেখার পূর্ব শর্ত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বুধবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, যুব সমাজ দেশের সম্পদ। এ অমূল্য সম্পদকে শক্তিতে রূপান্তর করতে যুব সমাজের শারীরিক সক্ষমতা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা একটি অপরিহার্য অনুষঙ্গ। তাই একটি সুন্দর জীবন পরিচালনা করার জন্য মানসিক সুস্বাস্থ্যের কোনও বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। চবি মনোবিজ্ঞান বিভাগের সভাপতি লাইনুন নাহারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সাবিহা সুলতানার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. গোলাম কবীর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ এবং মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানসিক,প্রশান্তি,শর্ত,ড. ইফতেখার উদ্দিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close