নোবিপ্রবি প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৮

নোবিপ্রবিতে শারদ বিতর্ক উৎসব

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে শারদ বিতর্ক উৎসব ১৪২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের সেমিনার কক্ষে এ বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর আফসানা মৌসুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম নজরুল ইসলাম, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহকারী মডারেটর এ কিউ এম সালাউদ্দিন পাঠান।

আয়োজনের প্রথম পর্বে সোসাইটির সদস্যদের নিয়ে আন্তঃ সোসাইটি ‘তর্ক যুদ্ধ’ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোবিপ্রবি,বিতর্ক,উৎসব
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close