জাককানইবি প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৮

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

কোটার দাবিতে আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আদিবাসীদের সরকারি চাকরিতে ৫% কোটা পুনর্বহালের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা ।

মঙ্গলবার সকালে আদিবাসী শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের ৩নং গেট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে জয় বাংলা ভাস্কর্যের পাদদেশে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে প্রায় ২ ঘণ্টা সময় নিয়ে সমাবেশ করে আন্দোলনকারীরা। সমাবেশ থেকে আদিবাসী শিক্ষার্থীরা সরকারের প্রতি অবিলম্বে আদিবাসীদের জন্য বরাদ্দকৃত ৫% কোটা পুনর্বহালের দাবি জানান ।

বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সংগঠনদের পক্ষে বক্তব্য রাখেন—প্রভাত কুবি, আশা রংখেং, তপন চাকমা, দর্পণ দফো প্রমুখ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিক্ষোভ,কোটা,আদিবাসী,কবি নজরুল বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close