জাবি প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০১৮

৩০ শতাংশ কোটা বহালের দাবি

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ৯ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।

অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ও পুলিশের পক্ষ থেকে মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করা হলেও তারা অবরোধ চালিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনের সাথে একাত্মতা পোষন করলে বেলা ৪টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক ছেড়ে দেন।

এ বিষয়ে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রতন বিশ্বাস বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের চাকরির সুবিধার্থে ৩০% কোটা উপহার দিয়েছেন। মাঝে এই উপহার আওয়ামী লীগ বিরোধী দলগুলো উঠিয়ে নিয়েছিলো। পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের কারণে ফের কোটা বাতিল করা হয়। বঙ্গবন্ধুর উপহার কেউ উঠিয়ে নেওয়ার ক্ষমতা রাখে না। এই উপহার ফেরত না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।’

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোটা,বহাল,মহাসড়ক,অবরোধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close