রাবি প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

বিছানায় শুয়ে পরীক্ষা দিলেন রাবি শিক্ষার্থী তরিকুল

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী তরিকুল উপাচার্যের কাছে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়েও পাননি। তবে বিভাগের ব্যবস্থাপনায় তরিকুল বিভাগীয় সভাপতির কার্যালয়ে বিছানায় শুয়ে-বসে পরীক্ষা দেন। বুধবার থেকে তার মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে গিয়ে তরিকুল তার শারীরিক অবস্থার পরীক্ষা করান। এ সময় তরিকুল মেডিকেলের সিক বেডে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানান। শারীরিক অবস্থা বিবেচনা করে মেডিকেল থেকে তাকে অনুমতি দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অনুমতি চাইলে উপাচার্য আবেদনটি গ্রহণ করেননি।

বিভাগ সূত্রে জানা গেছে, অনুমতি না মেলায় তরিকুলের জন্য বিভাগীয় সভাপতির কার্যালয়ে বিছানার ব্যবস্থা করা হয়। সেখানে তরিকুল শুয়ে-বসে সুবিধামতো পরীক্ষা দিয়েছে।

তরিকুলের সহপাঠী ও কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, ‘তরিকুল দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীনের পর বাড়িতে বিশ্রামে ছিলো। সুস্থ না হওয়ায় সে এ বছর পরীক্ষায় বসতে চাননি। তবে আমাদের অনুরোধে সে পরীক্ষায় অংশ নেয়। সিক বেডে পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া গেলে তরিকুলের জন্য সুবিধা হতো।’

তরিকুল বলেন, ‘আমি এখনও পুরোপুরি সুস্থ নই। আমাকে স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হয়। বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকতে পারি না। এ অবস্থায় বেঞ্চে বসে পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নেই। তাই মেডিকেলে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি চেয়েছিলাম।’

বিভাগের সভাপতি অধ্যাপক মু. রফিকুল ইসলাম বলেন, ‘তরিকুলের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। সে মেডিকেলে পরীক্ষা দিতে চেয়েছিলো। এজন্য আমিও সুপারিশ করেছিলাম। অনুমতি না মেলায় আমরা বিভাগেই তার জন্য পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।’

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রশাসক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, ‘নিয়ম অনুযায়ী ছোঁয়াচে রোগের ক্ষেত্রে মেডিকেলে বসে পরীক্ষার অনুমতি দেওয়া হয়। তরিকুল ছোঁয়াচে রোগী না হওয়ায় অনুমতি পায়নি।’

এ ব্যাপারে জানতে চেয়ে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপাচার্য দপ্তরের কর্মকর্তা মো. জামিদ হোসেন উপাচার্য মিটিংয়ে আছেন বলে জানান।

প্রসঙ্গত, গত ২ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা পতাকা মিছিল বের করলে তাতে হামলা চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠি-সোটা আর হাতুড়ির আঘাতে পা ভেঙ্গে যায় ও কোমড়ে গুরুতর আঘাত পায় তরিকুল। কিন্তু হামলার প্রায় তিন মাসেও এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাবি,বিছানায়,শুয়ে,পরীক্ষা,তরিকুল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close