রাবি প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ প্রযুক্তি নির্ভর জাতিতে পরিণত হবে : পলক

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশ শিক্ষার উপর দাড়িয়ে, তরুণ প্রজন্মের উপর নির্ভর করে, শ্রম নির্ভর জাতি থেকে প্রযুক্তি নির্ভর জাতিতে পরিণত হবে। পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে, আমরা এখন আর ঘোড়ার গাড়িতে চড়ি না, অটো গাড়িতে চড়ি। বাংলাদেশ এখন আর দরিদ্র রাষ্ট্রের কাতারে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।’ রোববার বেলা সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক রাজশাহী শীর্ষক প্রকল্পের আওতায় এআরভিআর ও এমআর ল্যাব উদ্বোধন শেষে সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পলক আরও বলেন, ‘আজকে ডিজিটাল বাংলাদেশে একটি নতুন দিগন্তের উন্মোচন হলো। আমাদের দায়িত্ব ছিল প্ল্যাটফর্ম তৈরী করে দেওয়া, এমন ল্যাব তৈরী করে দেওয়া সেটা আমরা করে দিয়েছি। তোমরা এখানে বসে বিশ্ব জয়ও করতে পারো আবার বসে বসে ঘুমাতেও পারো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের তরুণ ছাত্র জনতার উপর বিশ্ব জয়ের এ দায়িত্ব অর্পন করেছেন। এতএব তোমাদের উপর অর্পিত এই দায়িত্ব তোমরা পালন করবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক বিষয়ে তিনি বলেন, ‘তোমরা সঠিক তথ্য-প্রযুক্তির ব্যবহার করা জানবে। তোমাদের জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরি করতেই সারা দেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করা হবে। এক একটি হাইটেক পার্কে তোমাদের মতো শিক্ষার্থীরাই কাজ করবে। রাজশাহীর মাটিতে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক উপহার দিয়েছেন। সেখানে প্রায় ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। সেই তরুণ তরুণ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক এই ল্যাবের মাধ্যমে একদিকে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে আমাদের ভবিষৎ প্রজন্মের সন্তানদের কর্মসংস্থানের জন্য তাদেরকে সুযোগ্য করে তুলবে পাশাপাশি বিশ্বে আমরা প্রযুক্তি নির্ভর বাংলাদেশে ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে এ ল্যাব ভূমিকা পালন করবে। প্রযুক্তিগত শিক্ষা আগামী দিনে অপরিসীম সম্ভাবনা বয়ে আনবে। ’

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও বঙ্গবন্ধু হাই-টেক পার্কের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওসমান গনি তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,প্রযুক্তি নির্ভর,জাতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close