গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০১৮

ফিচার লেখক সম্মেলন অনুষ্ঠিত

‘লেখার গল্প, গল্পের লেখা’ প্রতিপাদ্য নিয়ে ফিচার লেখক সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টানেটিভের অডিটোরিয়ামে এ সম্মেলন হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া সম্মেলনে প্রায় ৬৭ জন নবীন-প্রবীণ ফিচার লেখক অংশ নেন। ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্নোববিদ্বিযালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিচার লেখকরা এতে অংশ নেন।

ফিচার লেখক সম্মেলনে ইউএনবির বিশেষ প্রতিনিধি একেএম মঈনউদ্দিন, কালের কণ্ঠের সাবেক সিনিয়র সাব-এডিটর ওমর শাহেদ, এটিএন বাংলা টিভির চিফ নিউজ রিপোর্টার সানাউল হক, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদ, রাশিয়াতে পিএইচডি গবেষণায় অধ্যয়নরত সাংবাদিক বারেক কায়সারসহ ফিচার লেখকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে স্মৃতিচারণ করেন সিফাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুজিব খান। ফিচার লেখক সম্মেলনে কো-অর্ডিনেটের দায়িত্বে ছিলেন আনাদুলু এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি মুতাসিম বিল্লাহ নাসির।

অধ্যাপক মুজিব খান বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা নয় বরং স্বাধীনতাবিরোধীদের তালিকা করা প্রয়োজন। ফিচার লেখকদের স্বাধীনতার পক্ষের শক্তির ভূমিকা সাধারণ জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিচার লেখক সম্মেলন,গণ বিশ্ববিদ্যালয়,লেখা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close