জাবি প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৮

রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু

জাবির ভূগোল বিভাগের শিক্ষকদের ‘ধর্মঘট’ প্রত্যাহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকরা তাদের অঘোষিত ‘ধর্মঘট’ প্রত্যাহার করে ক্লাসে ফিরছেন। বৃহস্পতিবার বিকেল থেকে বিভাগের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আগামী রোববার থেকে বিভাগটিতে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিভাগটির সভাপতি ও আন্দোলনে অংশ নেয়া এক অধ্যাপক এমন তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ক্লাস-পরীক্ষার দাবিতে করা শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ও আন্দোলনরত শিক্ষকদের দাবি অনুযায়ী বিভাগের অচলাবস্থা কাটাতে সম্প্রতি বিভাগের একাডেমিক সভা ডাকেন বিভাগটির সভাপতি অধ্যাপক মনজুরুল হাসান। সে অনুযায়ী বৃহস্পতিবার বিভাগটিতে একাডেমিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় শিক্ষকরা তাদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী প্রত্যাহার করেন এবং ক্লাসে ফেরার ঘোষণা দেন। সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিসহ বিভাগের ২১ জন শিক্ষক অংশ নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভূগোল ও পরিবেশ বিভাগের এক অধ্যাপক প্রতিদিনের সংবাদকে বলেন, ‘এখন থেকে বিভাগের নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কয়দিনে আমাদের যে ক্ষতি হয়েছে, আমরা বেশি করে ক্লাস-পরীক্ষা নিয়ে সে ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা করবো।’

এ বিষয়ে বিভাগের সভাপতি মনজুরুল হাসান বলেন, ‘একাডেমিক সভা সফল হওয়ায় আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছেন।’

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ভূগোল বিভাগ,ধর্মঘট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close