শাবিপ্রবি প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

শাবিপ্রবিতে উচ্চশিক্ষায় গুণগতমান নিশ্চিতে সম্মেলন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “উচ্চশিক্ষায় গুণগতমান নিশ্চিতকরণ ও আইকিউএসি’র করণীয়” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এর চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা। আগে শিক্ষকরা অভিযোগ করতেন যে, গবেষণাখাতে অর্থ পাওয়া যায় না। এখন আর সেকথা বলার কোনো সুযোগ নেই। এখন অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গবেষণাখাতে অর্থ দিচ্ছে। গবেষকদের তা খুঁজে নিতে হবে।

শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাবিপ্রবিতে গতবছরের তুলনায় এবছর গবেষণা খাতে তিনগুণ অর্থ বৃদ্ধি পেয়েছে। শাবির মান ধরে রাখতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক আব্দুল আওয়াল বিশ্বাস বলেন, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আর তাদের গুণগত শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদেরকে উপযোগী করতে আইকিউএসি কাজ করে যাচ্ছে।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোয়ালিটি অ্যাশিউরেন্স এর প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী, শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রমুখ।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাবিপ্রবি,উচ্চশিক্ষা,গুণগতমান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close