ঢাবি প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

ঢাবিতে ২ দিনব্যাপী আইন সম্মেলন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের উদ্যোগে ‘আইন, বিচার ও সমাজ’ শীর্ষক দু’দিনব্যাপী সিনিয়র অ্যাডভোকেট ওজায়ের ফারুক স্মৃতি আইন সম্মেলন রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক ও ব্যারিস্টার মো. ইমতিয়াজ ফারুক বক্তব্য দেন। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ স্বাগত বক্তব্য দেন এবং আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বাংলাদেশের আইন পেশার উন্নয়নে প্রয়াত এ্যাডভোকেট ওজায়ের ফারুকের অসাধারণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আইন সম্মেলন আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। এই সম্মেলন আইন বিষয়ক গবেষণার ক্ষেত্রে তরুণ শিক্ষাবিদদের জন্য কমন প্লাটফর্ম তৈরী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আখতারুজ্জামান বলেন, এই সম্মেলন শিক্ষাবিদ, আইনজীবী ও গবেষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, প্রয়াত ওজায়ের ফারুক সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। তিনি ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন এবং ২০০৭ সালে মৃত্যুবরণ করেন। দু’দিন ব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং মানবাধিকার কর্মীগণ অংশগ্রহণ করছেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি,আইন সম্মেলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close