কুমিল্লা প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

কুমেক ছাত্রাবাসে ককটেলসহ আটক ৮

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের দুই ছাত্রাবাসে অভিযান চালিয়ে দুটি ককটেল, চাপাতি ও রামদাসহ কুমেক শাখা শিবিরের সভাপতিসহ ৮ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার গভীররাতে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, কোতোয়ালী পুলিশের একটি দল শনিবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল ও শাহ আলম বীরউত্তম ছাত্রাবাসে অভিযান চালায়। এসময় ৬ শিবির নেতা-কর্মী ও ২ বহিরাগতসহ ৮ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমেক শাখা শিবিরের সভাপতি শাকিল বিন ওয়ালী, শিবির নেতা তানজিমুল হক, শিবির কর্মী নজরুল ইসলাম ফরহাদ, মুজাহিদুল ইসলাম, শাহলম মিয়া, শহীদুল ইসলাম, বহিরাগত সৈয়দ আহমেদ ও আবুল হাশেম।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিদিনের সংবাদকে জানান, রোববার দুপুরে আটককৃতদের আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে পাঠিয়ে দেয়।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমেক,ছাত্রাবাস,ককটেল,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close