কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

‘শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে’

শিক্ষার গুনগত মানোন্নয়নে চাঁদপুরের কচুয়ায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার সদর ও দক্ষিণ অঞ্চল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের উদ্যোগে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় তিনি বলেন, শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে হলে শিক্ষকদের নিজেকে তৈরি করতে হবে। তাহলে শিক্ষার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। এজন্য শিক্ষকরা হচ্ছেন মূল শক্তি। তাদেরকে নিবেদিত প্রাণ হয়ে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তাবায়ন করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ জালাল উদ্দিন চৌধূরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী বিএসসি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমূখ।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষার মানোন্নয়ন,কাজ,করতে,হবে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close