চবি প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

সিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ১৪-১৫ সেপ্টেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’ আগামী ১৪-১৫ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী ‘বিডিজবস.কম’-সিইউডিএস সপ্তদশ বাংলা ও একাদশ ইংরেজি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০১৮ আয়োজন করেছে ।

অনলাইন নিবন্ধন ভিত্তিক সংসদীয় ধারায় আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় প্রথম দিন (১৪ সেপ্টেম্বর) বাংলা বিতর্কে ২৪ টি এবং দ্বিতীয় দিন (১৫ সেপ্টেম্বর) ইংরেজী বিতর্কে ২০ টি দল অংশগ্রহণ করবে।

১৯ সেপ্টেম্বর বেলা ১২ টায় ‘বিডিজবস.কম’ এর আয়েজনে ‘সাম্প্রতিক চাকরির বাজার: বাস্তবতা ও প্রস্তুতি’ বিষয়ক ক্যারিয়ার সেমিনারের পর দুপুর দেড়টায় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে।

চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দীন চৌধুরী। সভাপতিত্ব করবেন আইন অনুষদের ডিন ও সিইউডিএস এর এসোসিয়েট মডারেটর প্রফেসর ড. এ বি এম আবু নোমান।

বুধবার দুপুর দেড়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইউডিএস সভাপতি আবু ফয়সাল স্বাক্ষরিত লিখিত বক্তব্যে এ কথা জানান প্রতিযোগিতার আহবায়ক ও সিইউডিএস এর সাধারণ সম্পাদক ইনজামাম উল হোসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিইউডিএস এর মিডিয়া সম্পাদক আদনান চৌধুরী ও অফিস সম্পাদক কাজী তৌফিকা ইসলামসহ সাংবাদিকবৃন্দ।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চবি,সিইউডিএস,বিতর্ক প্রতিযোগিতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close