জাবি প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

জাবিতে বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অনশন

কারাগারের অভ্যন্তরে বিচারের প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম’।

বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির সমাপনী বক্তব্যে ‘জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম’-এর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান বলেন, ‘আজকে যারা ক্ষমতায় আছেন তাদের বলতে চায়, ফ্যাসিস্ট আচরণ করবেন না। জনগণ যখন জেগে উঠবে তখন পালানোরও সুযোগ পাবেন না। সুতরাং আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেন। বিচার ব্যবস্থাকে আপন গতিতে চলার সুযোগ দেন।’

এ সময় ‘জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম’-এর সম্পাদক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলমের সঞ্চালনায় বেশ কয়েকজন বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি বক্তব্য দেন। এতে প্রায় অর্ধশত বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি অংশ নেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,বিএনপিপন্থী,শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী,অনশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close