ঢাবি প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর, ২০১৮

বৃষ্টির পানি নিষ্কাশনে ঢাবি ছাত্রলীগ সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবন ও প্রক্টর অফিসের সামনের রাস্তায় বৃষ্টির পানি জমে যাওয়ায় সাধারন শিক্ষার্থীরা চলাচলে দুভোর্গে পড়েছিলেন। শিক্ষার্থীদের দুর্ভোগ দূর করতে ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস নিজেই লেগে যান পানি নিষ্কাশনের কাজে।

মঙ্গলবার সঞ্জিত চন্দ্র দাসকে ড্রেনের মুখে জমে থাকা ময়লা পরিস্কার করতে দেখা যায়। এসময় তার সাথে ছাত্রলীগের কয়েকজন কর্মীকেও কাজ করতে দেখা যায়।

ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, ‘বৃষ্টিতে পানি জমে থাকার কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিলো। শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সেজন্য ছাত্রলীগের কয়েকজন কর্মীকে সাথে নিয়ে নিজেই ড্রেনের মুখের আবর্জনা পরিষ্কারের কাজে লেগে যাই।’ তিনি বলেন, ‘আমার নিজ রুমের ময়লা জমে থাকলে যেভাবে পরিষ্কার করি, সেভাবেই ওখানের ময়লা পরিষ্কার করেছি।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটা আমাদের সকলের দায়িত্ব।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি,বৃষ্টির পানি,নিষ্কাশন,ঢাবি ছাত্রলীগ,সভাপতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close