মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

মনোহরগঞ্জে মোঃ তাজুল ইসলাম এমপি

‘প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, অস্ত্র দিয়ে জঙ্গিবাদ রুখা যাবে না। জঙ্গিবাদ রুখতে হলে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম মানবতাবোধ জাগ্রত করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সহ-শিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। সমৃদ্ধ দেশ গড়তে সুশিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন। সরকারের এ উদ্যোগকে সফল করতে প্রত্যেক শিক্ষার্থীদের উচিত ভালোভাবে পড়াশুনার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। সঠিক পরিচর্যা পেলে নতুন প্রজন্মের সন্তানরাই একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বে।

শনিবার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আজকে দেশে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা নেই বললেই চলে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও লেখাপড়ায় সমানতালে এগিয়ে চলছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক উন্নয়নসহ শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। যা আওয়ামী লীগ ছাড়া আর কোনও সরকারের আমলে হয়নি। নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন ন্যায়পরায়ণ ও প্রকৃত ভালো মানুষ হিসেবেও গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. ফিরোজ মজুমদার। নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য অ্যাড. তানজিনা আক্তার, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, বিপুলাসার ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরণসহ আরো অনেকে।

কলেজ উপাধ্যক্ষ আবদুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল বাশার মজুমদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার আবদুল আজিজ, মনোহরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, লাকসাম পৌরসভা কাউন্সিলর গোলাম কিবরিয়া সুমন, নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ইঞ্জিঃ নাজির আহমেদ চৌধুরী, মাদ্রাসার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম, নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল মান্নান চৌধুরী, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান শাহীন জিয়া, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ প্রভাষক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জানে আলম, আমির হোসেন, মহি উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সোহেল, যুবলীগ নেতা রিপন হোসেন, আনিসুর রহমান শামীম, ইকবাল মাহমুদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল্লাহ আল মামুন সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন বাবলু, সহ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নওশাদ আলী, উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরেফিন রুবেল, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমানসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণসহ আরো অনেক।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মনোহরগঞ্জ,এমপি,তাজুল ইসলাম,প্রধানমন্ত্রী,শিক্ষাখাত,সর্বোচ্চ,গুরুত্ব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close