রংপুর ব্যুরো

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

তৃতীয় ধাপে ২৭৫টি বেসরকারি বিদ্যালয়সহ সারাদেশে মোট ৪১৫৯টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় নগরের কাচারী বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলা শিক্ষক সমিতির সভাপতি বখতিয়ার বলেন, শিক্ষকরা প্রায় ২৩ বছর যাবৎ অনেক কষ্টে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালনা করে আসছে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক— সমিতির সাধারণ সম্পাদক বেলাল মিয়া, মিঠাপুকুর উপজেলার শিক্ষক আব্দুল কাদের, শ্রী রবিন চন্দ্র, নাসরীন বেগম, মাফরুহা আরফিন, বাতাসন মির্জাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মনতুজুল আলম রতন, রুবিনা বেগম প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেসরকারি,প্রাথমিক বিদ্যালয়,জাতীয়করণ,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close